Tag: নেতা

  • নেতা

    যেমন আমার জনগন তেমন আমি নেতা…
    টাকা দিয়া ভোট কিনছি কি রাখতে দেয়া কথা…?
    ৫০ লাখ খরচ করে জিতছি নির্বাচনে…
    সব টাকা তুলতে হইব মাত্র ৫টা সনে…

    এমন করলে চলবে কি ভাই?
    লোভটা একটু সামলাও।

    কী যে বলিস!
    আমি কি আর একা খাই?
    মাথার উপর ছড়ি ঘোরায় কত নেতা,
    আছে অনেক আমলাও।

    জনগনরে বলদ পাইছো যদি মনে করো,
    সামনে অনেক বিপদ আছে ভেবে দেখো ভাই।

    ঐ ব্যাটা, ভয় দেখাস?
    জনগনকে আমরা কেয়ার করি থোরাই।

  • যদি আর বাঁশী না বাজে

    বিশ্বাস করুন আমি সেলিব্রিটি হতে আসিনি।

    আমি নেতা হতে আসিনি।

    আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম।

    সে প্রেম পেলাম না বলে

    আমি এই প্রেমহীন নীরস ফেসবুক থেকে

    নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।

    —– কাজী নজরুল ইসলাম |