Tag: ধর্ষণ

  • সার্টিফিকেট

    একাডেমিক সার্টিফিকেট কিছু না, রবীন্দ্রনাথ-আইনস্টাইন পড়ালেখা না করেই হ্যান করেছেন-ত্যান করেছেন এইসব গত শতাব্দীর শান্তনা বানী এই শতাব্দীতে দিবেন না দয়াকরে।
    এসএসসি, এইচএসসি, অনার্স, মাষ্টার্সের সার্টিফিকেটের বোঝার সাথে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যার চেয়ে এইচএসসিতে আত্মহত্যাই উত্তম, এসএসসিতে কিংবা জেএসসিতে করা সর্বোত্তম বলে মনে করি।
    বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে, তবে মানুষ থাকবে দরিদ্র।
    শতভাগ শিক্ষিত হবে, তবে চাকুরীর বাজারে টিকবে না।
    নারীর ক্ষমতায়ন হবে, কিন্তু ধর্ষণ কমবে না।
    গ্রামগুলো সব শহর হয়ে যাবে, কিন্তু মানুষগুলো খাবার পাবে না।

  • কড়চা

    জীবন তবু বয়ে যাবে, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে,
    রামপাল নিয়ে রাম ছাগলের পালেরা ম্যাৎকার করবেই।
    যে হাসপাতালে শহীদ কাদরী ঘুমিয়ে যাবেন-
    সেই হাসপাতালেই এবরশনের বিষাক্ত থাবায়,
    পৃথিবীর মুখ দেখার আগেই বিদায় নিবে কোন গর্ভ শিশু।


    ফিরে আসি ফের দেশে-
    এখানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে কোন জোচ্চর মন্ত্রী বলে উঠবেন-
    ভারতের দেয়া বন্যার জল দেশের জন্য আশীর্বাদ।


    ঐ দিকে ইনু, পিতা. পিতা.. পিতা… বলতে বলতে মুর্ছা যাবে বারংবার,
    তাই দেখে সবাই বলে উঠবে আহ! ছেলেটা কত যে পিতৃভক্ত!


    টিউশনি পড়ানো যুবক স্বপ্ন দেখবে- বেতনের টাকায় বাসা ভাড়ার বকেয়া দিবে,
    ছিনতাইকারী যুবক চিন্তা করবে- মক্কেল না পেলে মায়ের ঔষধ কিনতে টাকা পাবো কোথায়!
    চাকুরী খোঁজা যুবক ভাববে আরেকটি মাস শেষ!


    জগন্নাথে ছাত্র-ছাত্রীদের উপর জয় বাংলা বলে হামলে পড়বে জয় বাংলার ছেলেরা।


    কাল পত্রিকার পাতা উল্টে জানবেন-
    এ মাসে সারাদেশে ধর্ষণের মামলা হয়েছে ৩৩১টি।

  • সময়-অসময়

    নির্জন একস্থানে এক ভদ্রলোক দেখলেন একজন নারীকে ধর্ষণ চেষ্টা করছে একজন পুরুষ…
    তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলেন কিন্তু কোন প্রতিরোধ করলেন না বিপদের ভয়ে…
    অবশেষে লোকালয়ে এসে তিনি তা প্রচার করতে লাগলেন…
    এবং সেই ধর্ষক প্রতিশোধ নিতে তার পিছনে লেগে গেল… এবং ধর্ষিতা নারী ধর্ষণে সহায়তার মামলা ঠুকে দিলো…
    শিক্ষাঃ প্রতিবাদ হোক বা প্রতিরোধই হোক, তা সময়েই করতে হয়। অন্যথায় তার পরিণাম খারাপই হয়।

  • নারীর প‌োষাকই কি ধর্ষণের জন্য দায়ী?

    এমনও তো অনেক জনপদ আছে যেখানে মানুষ পোষাকই পরে না, ভাগ্যিস আপনারা সেখানে জন্মগ্রহণ করেন নাই।

    ( যারা মনে করে নারীর প‌োষাকই ধর্ষণের জন্য দায়ী)