Tag: দ্বিপক্ষ

  • তপস্যা

    তপস্যা

    এক জনমের তপস্যা আমার-

    কলিজার এই হাসি ছোঁয়ার।

  • মুখোশ

    কোভিড আমাদের মুখোশে অভ্যাস্ত করতে পারেনি,

    কারন আমরা সবাই মুখোশধারী।

    #মুখোশ #কোভিড #দ্বিপক্ষ #দশকিয়া

  • তোমারে কি ছাড়া যায়?

    তুমি আমারে ছাড়িলা ঠিকই,

    আমি তো তোমারে ছাড়িনি সখি।

  • প্রতিশোধ

    তোমারে ভুলিয়া সখি,

    প্রতিশোধ নিবো আমারে ভুলিবার।

  • কবিতার মন খারাপ

    এই মন খারাপের রাতে

    আজ আর কোন কবিতা নয়।

  • একুয়া রেজিয়া

    পরশ পাথর হতে গিয়ে হয়ে গেছি একুয়া রেজিয়া,

    যা কিছু দামী, সবই নষ্ট হয়ে যায় আমার স্পর্শে।

    #দশকিয়া #দ্বিপক্ষ #একুয়ারেজিয়া #একুয়া #রেজিয়া #পরশ #পাথর #পরশপাথর #স্পর্শ

  • মাদক

    মাদক মামলায় তোমাকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রিয়তমেষু?
    তোমার চোখ জুড়ে যে মাদক, তাতে আমি নেশাতুর হয়ে যাই।

    #মাদক #মামলা #গ্রেফতার #প্রিয়তমেষু #চোখ #নেশা #নেশাতুর #দশকিয়া #দ্বিপক্ষ

  • রতোরমেলা

    রতোরমেলার দিন হিরবার দেখা অইবো কইছলায়, কইছলায় ফুরকির দকিন বাজুত থাখতাম।
    এরে, হুনরায় নি? তুমি তো আইলায় না, আমি হারা দিন ফুরকির দকিন বাজুত থাখলাম।

    #রথ #মেলা #দশকিয়া #দ্বিপক্ষ