ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ
তোমাকে দেবী ভেবে পুজো দিতে গিয়ে দেখি
তুমি মানবী,
তোমাকে মানবী ভেবে ঘর বাঁধতে গিয়ে দেখি
তুমি ছবি,
তোমাকে ছবি ভেবে দেয়ালে টাঙ্গাতে গিয়ে দেখি
তুমি কেবলই আমার মনের কল্পনা।
বার্লিন দেয়ালের মত ধ্বংস করে ফেলব একদিন তোমার হৃদয়ের কঠিন দেয়াল।