Tag: দেশ

  • উদ্যোক্তা

    দেশে যে পরিমান টাকা অলস পড়ে আছে তা কার লোন, বিয়ে লোনে না দিয়ে উৎপাদন খাতে সহজ ঋণ দিলে দেশে হাজার হাজার উদ্যোক্তা তৈরী হতো।
    কমে আসতো বেকার আর দারিদ্রের সংখ্যা, কিন্তু যাদের কাছে টাকাগুলা আছে তারা তা নাইজেরিয়ায় বা সুইস ব্যাঙ্কে পাঠাতে ব্যস্ত।

  • হ্যাপি বাক স্বাধীনতা।

    আমাকে যেকোন প্রশ্ন করুন, আমি উত্তর দিব। তবে-

    আমার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবেন না।
    আপনার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবেন না।
    অন্য কারো সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবেন না।
    দেশ সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবেন না।
    ভিনদেশ সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবেন না।
    ধর্ম সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবেন না।
    অধর্ম সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবেন না।
    রাজনৈতিক কিছু জিজ্ঞেস করবেন না।
    অরাজনৈতিক কিছু জিজ্ঞেস করবেন না।

    ইয়াপ, আপনি যা খুশী জিজ্ঞেস করতে পারেন, এ ব্যাপারে আপনি শতভাগ স্বাধীন। তবে স্বাধীনতা ভোগ করতে হলে কিছু দায়িত্বও পালন করতে হয়, উপরোক্ত নাগুলো সেই দায়িত্ব।

    হ্যাপি বাক স্বাধীনতা।