এই দেশ ত্যাগ করতে চায় ১৬ কোটি ৫১ লক্ষ জনগনই, সুযোগের অভাবে মুসলমানরা এই দেশ ত্যাগ করতে পারছে না।
হিন্দুদের সুযোগ আছে ভারতে যাওয়ার, কিন্তু ১৫ কোটি মুসলমানকে ঠাঁই দিবে এমন রাষ্ট্র কই?
এই দেশ ত্যাগ করতে চায় ১৬ কোটি ৫১ লক্ষ জনগনই, সুযোগের অভাবে মুসলমানরা এই দেশ ত্যাগ করতে পারছে না।
হিন্দুদের সুযোগ আছে ভারতে যাওয়ার, কিন্তু ১৫ কোটি মুসলমানকে ঠাঁই দিবে এমন রাষ্ট্র কই?
চান্দের দেশে মেঘের খেলা চলে, তাতে আমার কী!
আমি রেফারিও না, দর্শকও না।
আমার চোখ জুড়ে এখন প্রেমিকার নেশা।
#চাঁদ #দেশ #মেঘ #খেলা #রেফারী #দর্শক #চোখ #প্রেমিকা #নেশা
চিকা মারার ঔষধ বিক্রেতার বেশে-
একদিন হানা দিবো তোমার দেশে।
তোমার শহরের অলিগলি ঘুরে-
একদিন ঠিকই খুঁজে পাবো তোমারে।
#শহর #পাগল #চিকা #ঔষধ #বিক্রেতা #দেশ #অলিগলি #চতুর্বেদ #দশকিয়া
ছেলেটির নাম ছিল স্বাধীন, কোনও একদিন ছাত্রলীগের- স্বাধীনতাকামীরা তাকে অধীকার করে নিল। সেই থেকে তার মা স্বাধীনতাহীন, সেই থেকে একটি দেশ এক দুঃখী মায়ের আবাসস্থল।
এ দেশটা যদি কোন গহীন বন হতো,
তবে বড় ভাল হতো।
রোজ ভোরে কোন বোনের আর্তনাদ শুনে ঘুম ভাঙ্গতো না।
জীবন তবু বয়ে যাবে, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে,
রামপাল নিয়ে রাম ছাগলের পালেরা ম্যাৎকার করবেই।
যে হাসপাতালে শহীদ কাদরী ঘুমিয়ে যাবেন-
সেই হাসপাতালেই এবরশনের বিষাক্ত থাবায়,
পৃথিবীর মুখ দেখার আগেই বিদায় নিবে কোন গর্ভ শিশু।
ফিরে আসি ফের দেশে-
এখানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে কোন জোচ্চর মন্ত্রী বলে উঠবেন-
ভারতের দেয়া বন্যার জল দেশের জন্য আশীর্বাদ।
ঐ দিকে ইনু, পিতা. পিতা.. পিতা… বলতে বলতে মুর্ছা যাবে বারংবার,
তাই দেখে সবাই বলে উঠবে আহ! ছেলেটা কত যে পিতৃভক্ত!
টিউশনি পড়ানো যুবক স্বপ্ন দেখবে- বেতনের টাকায় বাসা ভাড়ার বকেয়া দিবে,
ছিনতাইকারী যুবক চিন্তা করবে- মক্কেল না পেলে মায়ের ঔষধ কিনতে টাকা পাবো কোথায়!
চাকুরী খোঁজা যুবক ভাববে আরেকটি মাস শেষ!
জগন্নাথে ছাত্র-ছাত্রীদের উপর জয় বাংলা বলে হামলে পড়বে জয় বাংলার ছেলেরা।
কাল পত্রিকার পাতা উল্টে জানবেন-
এ মাসে সারাদেশে ধর্ষণের মামলা হয়েছে ৩৩১টি।
এতিমদের ২ কোটি টাকা খেয়ে একজন জেল এ, সেই এতিমদের কোটি কোটি টাকার চামড়া খেয়ে আরেকজন এখনো প্রধানমন্ত্রী।
কী অব্দোদ একটা দেশ!
সেফুদা মদ খায় আর আমরা খাই
বাম্পার ফলিত লিচু, পেয়ারা, আম কিংবা জাম
সেফুদার মনে বেজায় কষ্ট
বিপরীতে আমরা জানি না কষ্ট কাহার নাম!
আমাদের তো বিটিভি আছে, আরো আছে একাত্তর কিংবা
এবিসি রেডিও ভাই
সেফুদার খালি ইউটিউব আর ফেসবুক আছে
আর কোন বালই নাই।
সেফুদা যে দেশে ভিক্ষা করে
ভাতের অভাবে মদ খেয়ে টাল-মাতাল
সে দেশ কি ভাই আমাদের মত!
আমাদের দেশ তো প্রথম ডিজিটাল
সেফুদা তুমি মদ খেয়ো না, মানুষ হয়ো না
আগে বাঙ্গালী হও
দীক্ষা যদি লাগে তবে একবার পূণ্যভূমি সিলেট ভ্রমণে যাও
সেখানে ৩৬১ আউলিয়া আছেন; বাবা শাহ জালাল-শাহ পরাণ
আর আছেন শাহ ইকবাল
তাহার কাছে দীক্ষা নিয়া হও খাঁটি বাঙ্গালী মাল।
“দেশ স্বাধীন করেছিল গ্রাম্য চাষা ভুষা মানুষজন, বেশীরভাগ শহুরে মানুষ শহর ছেড়ে পালিয়ে গ্রামে আশ্রয় নিয়েছিল” এতোটুকুর পক্ষে অনেক দলিল আছে।
গ্রাম্য চাষা ভুষা মানুষ তথাকথিত সেক্যুলারিজম কী তা জানে না, আগেও জানতো না, এখনও জানে না;
তারা অন্যায়-শোষণ-নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেক্যুলার রাষ্ট্র পয়দা করার চেতনা তাদের ছিল না।
আজ যারা মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলছেন; তারা ইতিহাস নিয়ে মিথ্যাচার করছেন, আর কে না জানে মিথ্যবাদীরা ঘৃণ্য!