Tag: দেবী

  • কে তুমি?

    তোমাকে দেবী ভেবে পুজো দিতে গিয়ে দেখি

    তুমি মানবী,

    তোমাকে মানবী ভেবে ঘর বাঁধতে গিয়ে দেখি

    তুমি ছবি,

    তোমাকে ছবি ভেবে দেয়ালে টাঙ্গাতে গিয়ে দেখি

    তুমি কেবলই আমার মনের কল্পনা।

  • দেবী

    প্রিয়তমেষু দেবী, ঈভ-এডাম সাজার খেলা শেষ করে এবার চলেন স্বনামে খেলি প্রেম।
    – ইতি আপনার কবি।

    #প্রিয়তমেষু #দেবী #ঈভ #এডাম #হাওয়া #আদম #খেলা #প্রেম #কবি

  • অর্চনা

    হৃদয়ের মন্দিরে কোন শাটডাউন নেই,
    দেবী, সেখানে তোমার অর্চনা চলবেই।
    
    #অর্চনা #হৃদয় #মন্দির #শাটডাউন #দেবী #দ্বিপক্ষ #দশকিয়া #অন্যপ্রেমেরগান
  • জাতিস্মর

    একই শহরে-

    একই মহল্লায় আমাদের বসত,

    অথচ চিনি না তোমায়।

    দেবী, যেন সহস্র মাইল দূরে-

    সহস্র পূর্ব বর্ষ-

    আমাদের ছিলো না পরিচয়।

    সহস্র বর্ষ পরে অপরিচিতা,

    তোমায় কেন আজ-

    বড্ড চেনা মনে হয়?

    কেন আজ রক্তেরা আন্দোলিত-

    হয় তোমার জন্য

    হৃদয়ের শিরায় শিরায়।

    #চতুর্বেদ#দশকিয়া#দেবী#জাতিস্মর

  • সেই দেশে চইল্যা যাক

    বাংলাদেশে সুলতানা কামালদের থাকার দরকার নাই, যে দেশে ভাস্কর্যে ভরপুর সেই দেশে চইল্যা যাক।
    মসজিদ-মন্দির, শহীদ মিনারের চেয়ে যাদের কাছে গ্রীক দেবীর ভাস্কর্য বেশী মূল্যবান, এ দেশ তাদের জন্য না।

  • আফ্রোদিতি

    সখি, প্রেমের দেবী আফ্রোদিতির জন্মের বহুকাল আগেই তোমাকে ভালবেসেছি।