ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

আজ তোমার মন খারাপ মেয়ে

তোমার মাথা ব্যথায় নাপা হবোগ্যাস্ট্রিকে হবো আদা,তোমার মন খারাপে ভাঁড় হবোগন্ডার-গরু-গাধা। তুমি হাসলে বাগান হয় যেফুলে ফুলে ভরপুর,তোমার মন খারাপে অন্ধকারেছায়; যদিও দিন দুপুর। #মেয়ে

তোমার প্রেমে

তোমার প্রেমে হাবুডুবু, তোমার প্রেমে ওড়া। তোমার প্রেমে ভেঙ্গেচুড়ে আবার নিজেকে গড়া। তোমার প্রেমে সকাল-দুপুর তোমার প্রেমে রাত, তোমার প্রেমে উপোষ থাকা- থালা ভর্তি ভাত।

নন্দীনি

প্রিয়তমেষু নন্দীনি, আমি তোমার ক্লান্ত রোদেলা দুপুরে হাত পাখার বাতাস হতে চাই। জয় কল্যাণীয়েষু

একটি নগণ্য দুপুর চেয়েছি

একটা দুপুরই তো চেয়েছি তোমার কাছে, শান-শওকত তো আর চাই নি। স্রোতস্বিনী নদী বা উন্মত্ত সাগর চাই নি, পর্বতরূপ প্রেমও চাই নি হে প্রিয়তমা। তোমার