Tag: দিন

  • রাতের আঁধার

    সখি, দিনের আলোর মতো রাতের আঁধারও সত্য,

    তবু আমরা কেন দিনের আলোকেই কেবল সত্যি মনে করি?

    #সখি #রাত #আঁধার #দিন #আলো #সত্য

  • দিনাকার

    সখি,

    দিনের আকার কেমন?

    পৃথিবীর মতো ডিম্বাকার?

    চাঁদের মতো নীলাকার?

    তোমার মতো প্রেমাকার?

    নাকি আমার মতো এব্রোথেব্রো?

  • আজ তোমার মন খারাপ মেয়ে

    তোমার মাথা ব্যথায় নাপা হবো
    গ্যাস্ট্রিকে হবো আদা,
    তোমার মন খারাপে ভাঁড় হবো
    গন্ডার-গরু-গাধা।

    তুমি হাসলে বাগান হয় যে
    ফুলে ফুলে ভরপুর,
    তোমার মন খারাপে অন্ধকারে
    ছায়; যদিও দিন দুপুর।

    #মেয়ে #মন #খারাপ #ব্যথা #নাপা #গ্যাস্ট্রিক #আদা #ভাঁড় #গন্ডার #গরু #গাধা #হাসি #বাগান #ফুল #অন্ধকার #দিন #দুপুর

  • সুখ

    দিন শেষে তোমার হাসিমুখ
    আমার হৃদয় জুড়ে সুখ।

    #দিন #মুখ #হাসি #হৃদয় #সুখ

  • ধ্যাত্তেরি!

    ধ্যাত্তেরি!
    লাগছে না ভাল কিছুই,
    কি যে করি!

    সকাল হয় না, সন্ধ্যা হয় না,
    হয় না রাত-দিন।
    কেউ করে না শোধ,
    কেউ করে না ঋণ।।

    কারো চোখে ঘুম নেই,
    স্বপ্ন দেখে না কেউ।
    রাধা যায় না জলে তাই,
    যমুনায় নেই ঢেউ।।

    আকাশ হয় না চুরি,
    মেঘ দেয় না উঁকি।
    সূর্য্য গেছে চাঁদের বাড়ি,
    চাঁদ দিয়েছে ফাঁকি!!

    কাদের সাথে আমার পিরিত,
    ঝগড়া কাদের সাথে!
    তাদের কেউ কাছে নাই,
    সবাই আপন পথে।।

    সব কিছুই ওলট-পালট,
    সবখানেই গন্ডগোল।
    কাব্য করা মহা পাপ;
    তাই, অন্য কোন গল্প বল।।

    গোলাপগুলো ফুটছে না আর,
    হেমন্তও আসে না।
    শিউলী ফুল রাতের আঁধার,
    এখন ভালবাসে না।।