Tag: দশকিয়া

  • ফিরে এসো লিজু

    ফিরে এসো লিলিথ,

    যেভাবে হারিয়ে যাওয়া লালঝুঁটি ময়ূর ফিরে এসেছে ,

    ফিরে এসো এই প্রেমিকের বাহুতে।

    ফিরে এসো জুলিয়েট,

    যেভাবে জোয়ার আসে ভাটার প্রহর শেষে,

    ফিরে আসো এই আহত বুকে।

  • তোমারে কি ছাড়া যায়?

    তুমি আমারে ছাড়িলা ঠিকই,

    আমি তো তোমারে ছাড়িনি সখি।

  • কবিতার মন খারাপ

    এই মন খারাপের রাতে

    আজ আর কোন কবিতা নয়।

  • গৃহকুট

    যে আমাকে বোঝেনি কখনো,

    যে আমাকে কোন নাম দেয়নি,

    তার ভালোবাসা তো গৃহে পোষা রাতের বৃক্ষের মতো।

    যে অক্সিজেন দেয়ার বদলে নেয়।।

  • প্রার্থনা

    তোমার ঘুম ভাঙবে
    আমার বুকে,
    সখি, এই তো ছিলো
    প্রার্থনায়।
    
    তুমি সখি আমার হবে
    এতোটুকুও মিথ্যে নয়।

    #প্রার্থনা #সখি #ঘুম #বুক #দশকিয়া #ষড়ঋতু