ফিরে এসো লিজু
ফিরে এসো লিলিথ, যেভাবে হারিয়ে যাওয়া লালঝুঁটি ময়ূর ফিরে এসেছে , ফিরে এসো এই প্রেমিকের বাহুতে। ফিরে এসো জুলিয়েট, যেভাবে জোয়ার আসে ভাটার প্রহর শেষে,
ফিরে এসো লিলিথ, যেভাবে হারিয়ে যাওয়া লালঝুঁটি ময়ূর ফিরে এসেছে , ফিরে এসো এই প্রেমিকের বাহুতে। ফিরে এসো জুলিয়েট, যেভাবে জোয়ার আসে ভাটার প্রহর শেষে,
তুমি আমারে ছাড়িলা ঠিকই, আমি তো তোমারে ছাড়িনি সখি।
এই মন খারাপের রাতে আজ আর কোন কবিতা নয়।
যে আমাকে বোঝেনি কখনো, যে আমাকে কোন নাম দেয়নি, তার ভালোবাসা তো গৃহে পোষা রাতের বৃক্ষের মতো। যে অক্সিজেন দেয়ার বদলে নেয়।।
তোমার ঘুম ভাঙবে আমার বুকে, সখি, এই তো ছিলো প্রার্থনায়। তুমি সখি আমার হবে এতোটুকুও মিথ্যে নয়। #প্রার্থনা #সখি #ঘুম #বুক #দশকিয়া #ষড়ঋতু
রবি | সোম | ম | বুধ | বৃহ. | শু. | শনি |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)