এতো কিছু খাই, সিঙ্গাড়া, বার্গার,
শুধু তোমারেই খাইতে পাই না কাছে।
তোমার তৃষ্ণায় যদি মরে যাই আমি কষ্ট পাবো না,
কষ্ট পাবো যখন লোকে তোমায় জামাই খেকো বলবে পাছে।
তৃষ্ণার্ত আমি তোমাকে- এক নিমিষেই গিলে ফেলবো- বলে তৃষ্ণার সাগর বানাচ্ছি। তুমি যে আমার জমজম এর পবিত্র জল। #তৃষ্ণা #জল #জমজম #পবিত্র #সাগর #চতুর্বেদ #দশকিয়া
তব তৃষ্ণায় বুক ফেটে যায় সখি,
তুমি কবে বৃষ্টি হয়ে ঝড়বে আমার গায়?
আকুল হয়ে বসে আছি তোমার প্রতীক্ষায়।
#তৃষ্ণা #সখি #বৃষ্টি #প্রতীক্ষা