Tag: তুমি

  • কলিজা

    ণ্যা কত ঘুমাবা আর?
    একলা যে দম বন্ধ হয়ে আসে!
    দিবা-রাতি একাকার হয়ে ওঠে
    তুমি যে নাই পাশে।

    লিখবো বলে মহা কাব্য
    কলম নিয়েছি হাতে,
    কলম তো আর চলে না কণ্যা,
    তোমার ছোঁয়া যে নেই তাতে।

    জানতে যদি কষ্ট কত তোমায়
    ছাড়া একলা বেঁচে থাকা,
    ভাবতে না আর টিকেট কত টাকা!
    সিট আছে নি ফাঁকা।

  • ভাত ও তুমি

    ভাত ও তুমি

    তোমার মতো ভাত,

    অথবা – ভাতের মতো তুমি।

    কাছে পেলে যতটা না ক্ষুধা,

    দূরে গেলে বহুগুণ।

  • বেহায়া

    সখি আমি বেহায়ার মত করি তোমারি প্রেম প্রার্থণা…

  • দিনাকার

    সখি,

    দিনের আকার কেমন?

    পৃথিবীর মতো ডিম্বাকার?

    চাঁদের মতো নীলাকার?

    তোমার মতো প্রেমাকার?

    নাকি আমার মতো এব্রোথেব্রো?

  • আয়না

    তুমি আমার আয়না হও সই,
    আমি তোমার ভিতর র’ই।

    #আয়না #তুমি #আমি #সই

  • ডিজার্ভ

    তুমি কেবল আমাকেই ডিজার্ভ করো হে প্রিয়তমেষু।


    #ডিজার্ভ #তুমি #প্রিয়তমেষু #একাশশী #দশকিয়া

  • তুমি হাসলে

    তুমি হাসলে আমার পৃথিবী হয়ে ওঠে আটলান্টিকের মতো উত্তাল,
    আর তুমি কাঁদলে আমার পৃথিবী আটলান্টিসের মতো হারিয়ে যায় গভীর জলে।

    #তুমি #হাসি #পৃথিবী #আটলান্টিক #উত্তাল #কান্না #আটলান্টিস #জল #সমুদ্র

  • দাওয়াই

    আমার মাথা ব্যথার কারন তুমি
    সখি, তুমিই তাহার দাওয়াই।
    তোমার চোখের আগুনে জ্বলি
    সেই আগুনে দুঃখ পোহাই।
    
    #দশকিয়া #চতুর্বেদ #দাওয়াই #মাথা #ব্যথা #তুমি #সখি #চোখ #আগুন #দুঃখ
  • তুমিই

    তুমিই আমার সুরা সখি,
    তুমিই ধুম্রজাল।
    তুমিই আমার আশা সখি,
    তুমিই আমার কাল।
  • ভান

    এভাবেই তুমি না বোঝার ভান করো,
    আমিও ভান করি।

    যেন তুমি বুঝতে পেরেছো তা আমি বুঝি নি,
    এভাবেই দূরের তুমি, দূরেই র’য়ে যাও।

    আমি দূর থেকে চেয়ে থাকি,
    আর এভাবেই-
    চাঁদের মত তোমায় নিয়ে কাব্য লিখি।