ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

কার্বন ডাইঅক্সাইডের ঢেউ

মিসেস ঘুমায়, আমি জেগে- জেগে পাহারা দেই। তার কপালে চুমু খাই, ঠোঁটে দেই কার্বন ডাইঅক্সাইডের ঢেউ। শিট! কী করছি আমি! হে পৃথিবীবাসী তোমরা যেন দেখো

স্বপ্ন

জয়ার চোখ দুটি লাল, একটুও ঘুম হয় নি কাল; সারাটা রাত পাশে ছিল কেউ। স্বপ্নে আরও কত কি হয়! আকাশে ভাসা যায়, হাত ধরে পাড়ি

ধ্যাত্তেরি!

ধ্যাত্তেরি! লাগছে না ভাল কিছুই, কি যে করি! সকাল হয় না, সন্ধ্যা হয় না, হয় না রাত-দিন। কেউ করে না শোধ, কেউ করে না ঋণ।।