ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

দীঘির জলে

দীঘির জলে প্রেম ডুবিয়ে চায়ের মত খাই, আমাদের এই ক্ষুধাতুর শহরে প্রেম বলে কিছু নাই।

তোমার চোখে

সখি তোমার চোখের দিকে তাকিয়ে আমি ভুল করে যাই খুব, সাঁতার কাটতে যেয়ে তোমার প্রেমে দেই ইচ্ছে মত ডুব।

ডুব

আমি ডুবতে বসেছি সখি তোমার চোখের অথৈ জলে…