Tag: ডাহুক

  • তুমি চাইলে

    তুমি চাইলে বুনো ঘাস হবো
    তুমি চাইলে ডাহুক
    তুমি চাইলে রাখাল হবো
    তুমি চাইলে মাহুত

    তুমি চাইলে ভিলেন হবো
    তুমি চাইলে নায়ক
    তুমি চাইলে সুরকার হবো
    তুমি চাইলে গায়ক

    তুমি চাইলে সালমান হবো
    তুমি চাইলে রিয়াজ
    তুমি চাইলে রসুন হবো
    তুমি চাইলে পিঁয়াজ

    একবার শুধু চেয়ে দেখো প্রিয়তমেষু,
    তুমি চাইলেই হতে পারি কল্কি,
    তুমি চাইলে যিশু।

  • জাতিস্মর

    মনে পড়ে তোমার?
    তুমি ছিলে কচুরিপানার ফুল আর
    আমি ছিলাম ডাহুক ছানা।
    এক কিশোরী তোমায় ছিঁড়তে এলে আমি বাঁধা দিলাম।
    কে যেন এক বিশাল পাথর ছুঁড়ে মারলো।
    আমি তোমার কোলে ঢলে পড়লাম।

    তারপর কী হয়েছিল জানি না,
    শুধু দেখেছিলাম তোমার সজল চোখ।

    সেই কিশোর ঐ কিশোরীকে ভালবাসতো তাই না?