এসো সখি, চোখের ভিতর আকাশ; আকাশে ডানা মেলে উড়ে বেড়াও-
ভালবাসিবার এমন সুযোগ হয়তো আর হবে না।
Tag: ডানা
-
তিথী
-
সোনালী ডানার চিল
কাল ঘুম থেকে উঠবো খুব তাড়াতাড়ি……
কথা দিয়েছে সে কাল ভোরে আসবে আমার বাড়ী….. -
সোনালী ডানার চিল
একদিন-
একটি চিল আসবে,
বসবে ছোট্র জামরুলের-
ডালে, তার জন্য প্রতীক্ষা সকলের।
সোনালী ডানার চিল।।
তার সেই ডানায়,
আঁকা থাকবে স্বাধীনতার মানচিত্র।।