Tag: টিকেট

  • কলিজা

    ণ্যা কত ঘুমাবা আর?
    একলা যে দম বন্ধ হয়ে আসে!
    দিবা-রাতি একাকার হয়ে ওঠে
    তুমি যে নাই পাশে।

    লিখবো বলে মহা কাব্য
    কলম নিয়েছি হাতে,
    কলম তো আর চলে না কণ্যা,
    তোমার ছোঁয়া যে নেই তাতে।

    জানতে যদি কষ্ট কত তোমায়
    ছাড়া একলা বেঁচে থাকা,
    ভাবতে না আর টিকেট কত টাকা!
    সিট আছে নি ফাঁকা।