ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

চলো পালাই

চলো সখি লকডাউনের এই জেলখানা থেকে দূরে কোথাও পালাই, কুতুবদিয়ায় বা নারিকেল জিঞ্জিরায় গিয়ে সংসার সাজাই।

তোমায় পারবে না নিতে কাড়িয়া

লেট নাইট অফারে ছেলে-মেয়ের কথপোকথন চলছে।ছেলেঃ-জেল-জুলুম-হুলিয়াআমায় পারবে না রাখতে ধরিয়া,কারফিউ-ধর্মঘট কোন ধারাতোমায় পারবে না নিতে কাড়িয়া।মেয়েঃ- জান, আমার করোনা পজিটিভ। 😢ছেলে সাথে সাথে লাইন কেটে

গালিবের নরক বাস

গালিব যখন স্বর্গে যেতে অস্বীকার করলেন, ঈশ্বর রাগে একজন অপ্সরীকে বললেন এটাকে নরকে ফেলে রেখে আসো।
গালিব পরক্ষনেই খুবই শীতল একটা জায়গায় নিজেকে আবিষ্কার করলেন, নিজের বস্ত্র বলতে একখানা নেংটি। তবুও মান-সম্মান রইলো, তিনি তো ভেবেছিলেন নরকে সবাই উলঙ্গই থাকবে।

অব্দোদ দেশ

এতিমদের ২ কোটি টাকা খেয়ে একজন জেল এ, সেই এতিমদের কোটি কোটি টাকার চামড়া খেয়ে আরেকজন এখনো প্রধানমন্ত্রী। কী অব্দোদ একটা দেশ!