জীবন হচ্ছে এক্কাদোক্কা খেলার মতো,
শেষ ঘরে না পৌঁছানো অবধি-
সকল অর্জনই অনিশ্চিত।
জীবন হচ্ছে এক্কাদোক্কা খেলার মতো,
শেষ ঘরে না পৌঁছানো অবধি-
সকল অর্জনই অনিশ্চিত।
প্রিয়তমেষু রোকসানা,
তুমি বিনা এ জীবন তো, হয়ে যাচ্ছে ত্যানাত্যানা।
– ত্যানা কল্যাণ
হ্যারে জিগাইলাম- আমার লাইগা জীবন দিবার পারবা?
কয়- না, আমি তোমারে লইয়া একখান জীবন পার করবার চাই, মরণের কালে তোমারে লইয়াই মরবার চাই।
#আশ্রয় #জীবন #মৃত্যু #মরণ #সুখ
হ্যারে জিগাইলাম, তুমি কি বনলতা সেন হইবা? কয়- না, আমি তোমারে দুই দন্ডের সুখ দিবার চাই না। আজীবন তোমারে আগলাইয়া রাখুম। #আশ্রয় #বনলতাসেন #সুখ #জীবন
কিডন্যাপ হয়ে গেছে মন,
এই জীবনে হবে না আদায় মুক্তিপণ।
জীবন তবু বয়ে যাবে, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে,
রামপাল নিয়ে রাম ছাগলের পালেরা ম্যাৎকার করবেই।
যে হাসপাতালে শহীদ কাদরী ঘুমিয়ে যাবেন-
সেই হাসপাতালেই এবরশনের বিষাক্ত থাবায়,
পৃথিবীর মুখ দেখার আগেই বিদায় নিবে কোন গর্ভ শিশু।
ফিরে আসি ফের দেশে-
এখানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে কোন জোচ্চর মন্ত্রী বলে উঠবেন-
ভারতের দেয়া বন্যার জল দেশের জন্য আশীর্বাদ।
ঐ দিকে ইনু, পিতা. পিতা.. পিতা… বলতে বলতে মুর্ছা যাবে বারংবার,
তাই দেখে সবাই বলে উঠবে আহ! ছেলেটা কত যে পিতৃভক্ত!
টিউশনি পড়ানো যুবক স্বপ্ন দেখবে- বেতনের টাকায় বাসা ভাড়ার বকেয়া দিবে,
ছিনতাইকারী যুবক চিন্তা করবে- মক্কেল না পেলে মায়ের ঔষধ কিনতে টাকা পাবো কোথায়!
চাকুরী খোঁজা যুবক ভাববে আরেকটি মাস শেষ!
জগন্নাথে ছাত্র-ছাত্রীদের উপর জয় বাংলা বলে হামলে পড়বে জয় বাংলার ছেলেরা।
কাল পত্রিকার পাতা উল্টে জানবেন-
এ মাসে সারাদেশে ধর্ষণের মামলা হয়েছে ৩৩১টি।
“পাগলে কী না বলে?”
এই প্রশ্নের উত্তর না দিয়ে বলছি পাগলে কী বলে…!
আমার আশেপাশে বেশ কিছু পাগল আছে, যারা প্রতিনিয়ত বক বক করে যাচ্ছে “রক্ত দিন, জীবন বাঁচান।”
আসুন, এই পাগলামীটা এক সাথে করি…
হয়তো কোনদিন তুমি আসবে,
অথবা কোনদিন নয়।
না এলেই ভালো,
এলেইতো আবার তোমায় হারাবার ভয়।
ভয় নিয়ে বাঁচতে চাইনা-
স্মৃতিটুকুই থাক,
চাইনা আমি সুখের দিন-
আসুক আবার যাক।
একেবারে জীবন তরে-
আসতে যদি পারো,
স্বপ্ন নয় সত্যি হয়ে-
হাতটি আমার ধরো।