Tag: জামাই

  • তৃষ্ণা

    এতো কিছু খাই, সিঙ্গাড়া, বার্গার,
    শুধু তোমারেই খাইতে পাই না কাছে।
    তোমার তৃষ্ণায় যদি মরে যাই আমি কষ্ট পাবো না,
    কষ্ট পাবো যখন লোকে তোমায় জামাই খেকো বলবে পাছে।
  • সুনামগঞ্জী দামান

    আশা আছিল মনোর মাজো,
    বিয়া খরতাম সুনামগঞ্জো,
    অইতাম গর জামাই…
    বউয়ে খালি দিবো খুটা,
    আমি বুলে তাইর বাফোর টেখায় খাই…

    মন খারাফ করি আমি,
    যখন রইমু বইয়া,
    হাসি হাসি মুখে হালি,
    খইবো গালাত বইয়া,
    হুনো দুলা ভাই…
    হারাদিন তুমি খই আছলায়,
    বিয়ানতোনে মুখো কিচ্চু,
    দিছে না আফায়…