Tag: জানালা

  • ভরসা

    সন্ধ্যা, মোমের বাতি,
    জানালায় খেক শেয়ালের হাঁক,
    ভয়ার্ত তোমার বদনখানি পরম- ভরসায়,
    আমার বুকে সারাটি জনম থাক।

  • ভরসা

    সন্ধ্যা, মোমের বাতি
    জানালায় খেক শেয়ালের হাঁক,
    ভয়ার্ত তোমার বদনখানি পরম ভরসায়
    আমার বুকে সারাটি জনম থাক।

  • অষ্টদশী

    তুমি আমার অষ্টদশী প্রেমিকা হবে?
    রোজ রাতে চুপিসারে তোমার জানালায় রেখে যাব নীল জোনাকী-
    রোজ ভোরে এনে দেব দোয়েলের গান।