ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

ভরসা

সন্ধ্যা, মোমের বাতি,জানালায় খেক শেয়ালের হাঁক,ভয়ার্ত তোমার বদনখানি পরম- ভরসায়,আমার বুকে সারাটি জনম থাক।

ভরসা

সন্ধ্যা, মোমের বাতিজানালায় খেক শেয়ালের হাঁক,ভয়ার্ত তোমার বদনখানি পরম ভরসায়আমার বুকে সারাটি জনম থাক।

অষ্টদশী

তুমি আমার অষ্টদশী প্রেমিকা হবে?রোজ রাতে চুপিসারে তোমার জানালায় রেখে যাব নীল জোনাকী-রোজ ভোরে এনে দেব দোয়েলের গান।