একই শহরে-
একই মহল্লায় আমাদের বসত,
অথচ চিনি না তোমায়।
দেবী, যেন সহস্র মাইল দূরে-
আমাদের ছিলো না পরিচয়।
সহস্র বর্ষ পরে অপরিচিতা,
তোমায় কেন আজ-
বড্ড চেনা মনে হয়?
কেন আজ রক্তেরা আন্দোলিত-
হয় তোমার জন্য
হৃদয়ের শিরায় শিরায়।
মনে পড়ে তোমার?
তুমি ছিলে কচুরিপানার ফুল আর
আমি ছিলাম ডাহুক ছানা।
এক কিশোরী তোমায় ছিঁড়তে এলে আমি বাঁধা দিলাম।
কে যেন এক বিশাল পাথর ছুঁড়ে মারলো।
আমি তোমার কোলে ঢলে পড়লাম।
তারপর কী হয়েছিল জানি না,
শুধু দেখেছিলাম তোমার সজল চোখ।
সেই কিশোর ঐ কিশোরীকে ভালবাসতো তাই না?