Tag: জবা

  • মিথ্যে গল্প

    ভালবাসা চাইনাকো আর ভালবাসতে চাইনা,
    তোমার জন্য একটুক্ষন ও রাত জাগিতে চাইনা।
    উপোষ করে তোমার জন্য শুভ কামনা,
    এখন আমার ভিষণ ক্ষিধে উপোষ পারিনা।

    হিঁদুর ছেলে নইকো আমি মন্দিরে যাই তবু,
    ঢের হয়েছে এমনটা, আর হবেনা কভূ।

    গঙ্গার জলে কত যে পুজোয় ঢেলেছি জবা ফুল,
    আজ এসেনা বুঝলাম আমি সব হয়েছে ভুল।

    হিঁদুর ঘরে যায়না যাওয়া, বন্ধ দরজা বেদ’এ,
    সব দরজা বন্ধ এখন কি লাভ হবে কেঁদে।

    তাই কাঁদিনা, রাত জাগিনা, বাসিনা তোমায় ভাল,
    সন্ধ্যা হলো ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালো।

    মসজিদে যাই আযান হলো, নামাজ পড়ি গিয়ে,
    তোমায় ভুলে থাকতে চাই আমার আমি নিয়ে।

  • প্রেমিকা তুমি

    প্রেমিকা তুমি প্রেমিকা হও…
    অষ্টাদশী বা অষ্টাশি…
    তুমি প্রেমিকা হও, নিখাঁদ প্রেমিকা।

    প্রেমিকা তুমি প্রেমিকা হও…
    তুমি হও জুলেখা বা রাধা…
    তোমার বুকে ফুটুক গোলাপ-জবা-গাঁদা…

    তোমার চোখে ফুটুক বিষাক্ত প্রেম…
    তুমি হও মনষা বা হেরা…
    আমি তোমাতে নিঃস্ব হই।