হে মানবতার কান্ডারী, “আব্বু তুমি কান্না করছো যে” ক্যাম্পেইন এর মহান ভক্ত-সমর্থকবৃন্দ বিগত বছরগুলিতে যে কয়েক দিন পর পর হাত-পা বাঁধা, চোখ উপড়ে ফেলা, শত টুকরো হয়ে যাওয়া লাশগুলো নদীর ধারে, রেল লাইনে, এখানো-ওখানে ফেলে রাখত বাসা থেকে তুলে নিয়ে গিয়ে, তখনও কি তোমার হৃদয় এমন করেই কেঁদেছিল নাকি তুমিও চুতিয়ার দলের লোক?
Tag: চোখ
-
খুন
আমি খুন হয়ে যাই তোমার চোখে,
আবার তোমার ছোঁয়ায় জন্ম লই।
এ তোমার কেমন খেলা,
বাঁচাও কেন যদি মারোই। -
ঘোর
তোর ঘোর লাগানো চক্ষু…
আমি পিপাসার্ত মুসাফির…
ঐ চোখে ঠান্ডা দীঘির জল…
আমি তাতে সাঁতার কাটতে অধীর… -
খবর
সখি তোমার চোখ
কতটা আলো ছড়ায়, কতটা ছড়ায় অন্ধকার
খবর রাখো কি? -
তোমার চোখে
সখি তোমার চোখের দিকে তাকিয়ে আমি
ভুল করে যাই খুব,
সাঁতার কাটতে যেয়ে তোমার প্রেমে দেই
ইচ্ছে মত ডুব। -
জলের গান
তুমি পাহাড় চূড়ায় জল দেখে অবাক হও…
আমার চোখের জল দেখে নির্বিকার… -
দৃষ্টি
দু’চোখ-
যতদূর যায়,
দেখি যে তোমায়। -
তুমি নেই বলে
তুমি নেই বলে প্যাঁচাগুলো অমন মায়াবী-
চোখে তাকায় না আর।
ওদের চোখে তাকালে এখন ভয়ে-
রক্ত হিম হয়ে যায়।
অথচ কোনও এক সময় প্যাঁচাগুলো ছিল অনিন্দ্য সুন্দরী।
#তুমি #রক্ত #ভয় #চোখ #প্যাঁচা #হিম #সুন্দর #অনিন্দ্য