Tag: চোখ

  • ডিসি হিল

    তোমার চোখের প্রথম জলের স্বাক্ষী ডিসি হিল ,
    আমার প্রেমের প্রথম সত্যের স্বাক্ষী ডিসি হিল।

    ডিসি হিল স্বাক্ষী আমাদের বিরহের,
    আমাদের ছিন্নিভিন্ন হয়ে যাওয়া সংসারের।

    বেদেনি মেয়ের কাছে বোকা বনে যাওয়ার স্বাক্ষী ডিসি হিল,
    তেড়ে আসা কুকুরের দাবড়ানির স্বাক্ষী ডিসি হিল।

    ডিসি হিল স্বাক্ষী আমাদের ওজন বেড়ে যাওয়ার,
    অভিমান ভেঙ্গে বুকের ভিতর মিশে যাওয়ার।

  • উপেক্ষা

    ছোটবেলার উপেক্ষিত শাক, ছোট মাছ আর সিনেমার মাঝখানে চলে আসা লম্বা বিরক্তিকর বিজ্ঞাপনের মতো আমাকেও তোমার একদিন খুব প্রিয় মনে হবে।

    কিন্তু ততদিনে তোমার শরীর অতিরিক্ত চর্বির ভাড়ে নুয়ে পড়বে, চোখের জ্যোতি কমে আসবে, সিনেমা কিংবা বিজ্ঞাপন দেখার সময় হারিয়ে যাবে।

    সেই সাথে ভুলে যাবে আমার ইমেইল এড্রেস।

  • নেশা

    চান্দের দেশে মেঘের খেলা চলে, তাতে আমার কী!
    আমি রেফারিও না, দর্শকও না।
    আমার চোখ জুড়ে এখন প্রেমিকার নেশা।

    #চাঁদ #দেশ #মেঘ #খেলা #রেফারী #দর্শক #চোখ #প্রেমিকা #নেশা

  • কবিতা

    আমারে জিগাইলো-
    আর কবিতা লেখি না ক্যান?
    কইলাম তোমার চউক্কের-
    দিকে চাইলেই খালি কবিতা দেখি,
    তোমার চউক্কের চাইতে তো ভালো কবিতা
    আমি লিখবার পারি না।

  • দাওয়াই

    আমার মাথা ব্যথার কারন তুমি
    সখি, তুমিই তাহার দাওয়াই।
    তোমার চোখের আগুনে জ্বলি
    সেই আগুনে দুঃখ পোহাই।
    
    #দশকিয়া #চতুর্বেদ #দাওয়াই #মাথা #ব্যথা #তুমি #সখি #চোখ #আগুন #দুঃখ
  • মাদক

    মাদক মামলায় তোমাকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রিয়তমেষু?
    তোমার চোখ জুড়ে যে মাদক, তাতে আমি নেশাতুর হয়ে যাই।

    #মাদক #মামলা #গ্রেফতার #প্রিয়তমেষু #চোখ #নেশা #নেশাতুর #দশকিয়া #দ্বিপক্ষ

  • সখি

    সখি,
    লিপস্টিকে না হয় ঠোঁট লুকালে,
    চোখ লুকালে রোদ চশমায়,
    মন লুকাবে কিসে!

    #সখি #লিপস্টিক #ঠোঁট #চোখ #চশমা #মন

  • তিথী

    এসো সখি, চোখের ভিতর আকাশ; আকাশে ডানা মেলে উড়ে বেড়াও-
    ভালবাসিবার এমন সুযোগ হয়তো আর হবে না।

  • মালিহা

    মালিহা-
    সে এক কল্প জগতের প্রেয়সীর নাম,
    যার চোখে-মুখে-অন্তরে অফুরান প্রেম।

    মালিহা, একটি প্রতিকী শব্দমাত্র-
    নির্দিষ্ট কোনও রমণী আমার না,
    আমিও কোনও নির্দিষ্ট রমণীর নই।

    আমি সকল জগতের,
    সকল যুগের।
    সকল প্রেমিকের প্রতিনিধি।।

    “মালিহা” শব্দটাও তাই, সকল প্রেমিকার একক নাম।

  • আস্থা

    তোমার চোখে মিথ্যাচার_
    কেমন করে তোমার চোখে আস্থা রাখি আর…