পাইলে চিঠি উত্তর দিও
এমন ভাবে উত্তর দিও
সুখের কান্না হয়।
সময় পাইলে দেখা দিও
এমন সময় দেখা দিও
বুকে মাথা রাখা যায়।
খবর পাইলে বাড়ি আসিও
এমন সময় বাড়ি আসিও
শেষ দেখাটা হয়।
পাইলে চিঠি উত্তর দিও
এমন ভাবে উত্তর দিও
সুখের কান্না হয়।
সময় পাইলে দেখা দিও
এমন সময় দেখা দিও
বুকে মাথা রাখা যায়।
খবর পাইলে বাড়ি আসিও
এমন সময় বাড়ি আসিও
শেষ দেখাটা হয়।
সভাকবিকে লিখলাম-
গুরু, পদক দেখালেই কি মুদিওয়ালা তেলের দাম ৮৬ টাকা রাখে? চালের দাম ১০ টাকায় খাচ্ছেন তো?
নাকি বাজারে গিয়ে আমাদের মতো নিরীহ দোকানিদের গালমন্দ করে শুন্য হাতে ফিরে আসেন?
উপরোক্ত চিঠিখানার উত্তরে কবি লিখলেন-
পাছা বিক্রী করে ঢের কামিয়েছি বাছা, চালের দর, তেলের দর হাজার ছাড়ালেও সমস্যা হবে না।
ফের চিঠিতে কবিকে জানালাম-
বিক্রয়যোগ্য পাছা নেই গুরু।
#কবি #সভাকবি #চাল #তেল #পাছা #চিঠি
প্রেমিকা একদিন প্রাক্তন হয়ে যাবে, এই ভয়ে গালিব আজও প্রেম করলো না। এই দেখে নবাব বললো- তা গালিব, প্রেম একটা করেই দেখো না। প্রাক্তন হলে তো প্রেমিকা একা হবে না, তুমিও প্রাক্তন হবে। প্রাক্তন-প্রাক্তনও তো আরেক প্রেম। এরপর সাহস করে গালিব তার বান্ধবীকে চিঠি লিখলো- প্রিয়, তুমি কি আমার প্রেমিকা হবে? ফিরতি চিঠিতে উত্তর এলো - আমরা বহু যুগের প্রেমিক যুগল গালিব, শুধু তোমার প্রাক্তন হয়ে যাওয়ার যে ভয়, তার জন্য আমরা তা প্রকাশ করিনি। #মির্জাগালিব #প্রাক্তন #প্রেম #চিঠি #বান্ধবী #প্রেমিকা #প্রেমিক
বৃষ্টির শেষে রামধনুর এ প্রান্ত থেকে ও প্রান্তে তোমাকে বার্তা পাঠাবো।
সে চিঠিতে লেখা থাকবে ভালোবাসি ভালোবাসি।