Tag: চাঁদ

  • দূরত্ব

    আকাশে চাঁদ যতই ঝিলমিলি ঝিলমিল করুক
    তুমি থাকলে হাজার মাইল দূরে,
    হৃদয়ে কি আলো জ্বলে?

  • তপস্যা

    একটু তোমায় ছোঁব বলে ডুবুরী হলাম মুক্তা ভেবে, চাঁদ ভেবে নভোচারী হলাম;

    অবশেষে জানলাম তুমি নারী, আমি তপস্যায় বসলাম পুরুষ হবো।

  • চাঁদ

    কারো কাছে চাঁদ ধরোনের ফাঁদ আছে?
    শখির জন্য রাইখ্যা দিতাম,
    শখি আমার দেশে আইলে
    তার কপালে আঁইক্যা দিতাম।

  • অবহেলা

    কেন এই অবহেলা হে প্রিয়তমা,
    বাহিরে পূর্ণ চাঁদের তলে দখিনা বায়ুর তালে নৃত্য করে
    সর্গের অপ্সরা উর্বশী-সুপ্রিয়া-মেনকা।
    হৃদয়ের কপাটে খিল দিয়ে পাহারায় তুমি,
    ভিতরে আমি অন্ধকারে,
    আমাকে আলোতে ডেকে নাও।

    এসো হে প্রিয়তমা,
    স্নান করি এক সাথে পূর্ণ চাঁদের আলোতে।
    তুমি চাইলে সময়ের কি সাধ্য আছে
    আমায় রাখে বন্দী করে?

  • চাঁদ ও ফাঁদ

    সে ভালবাসে চাঁদ,
    আমি বাসি ভাল তার হাসির ফাঁদ।

  • কলঙ্ক

    বহুদিন পর…
    চাঁদের হাটে আবার মেলা বসবে,
    চাঁদের আবার কলঙ্ক হবে।

    রাত ৯.৩৩, ১১ শ্রাবণ ১৪২১

  • পাগলা জগাই

    দিন শেষে আমি সেই পাগলা জগাই,

    চাঁদের বুড়ির সাথে ভাব করে-

    দুয়েকটা দিন রুটি জোগাই।

  • ধ্যাত্তেরি!

    ধ্যাত্তেরি!
    লাগছে না ভাল কিছুই,
    কি যে করি!

    সকাল হয় না, সন্ধ্যা হয় না,
    হয় না রাত-দিন।
    কেউ করে না শোধ,
    কেউ করে না ঋণ।।

    কারো চোখে ঘুম নেই,
    স্বপ্ন দেখে না কেউ।
    রাধা যায় না জলে তাই,
    যমুনায় নেই ঢেউ।।

    আকাশ হয় না চুরি,
    মেঘ দেয় না উঁকি।
    সূর্য্য গেছে চাঁদের বাড়ি,
    চাঁদ দিয়েছে ফাঁকি!!

    কাদের সাথে আমার পিরিত,
    ঝগড়া কাদের সাথে!
    তাদের কেউ কাছে নাই,
    সবাই আপন পথে।।

    সব কিছুই ওলট-পালট,
    সবখানেই গন্ডগোল।
    কাব্য করা মহা পাপ;
    তাই, অন্য কোন গল্প বল।।

    গোলাপগুলো ফুটছে না আর,
    হেমন্তও আসে না।
    শিউলী ফুল রাতের আঁধার,
    এখন ভালবাসে না।।

  • আঁধার

    আঁধারে হারায় চাঁদ,

    পথের বাঁকে তুমি-
    তুমি হীনা নিঃস্ব, একা আমি।