অধিকার
বাঁচার অধিকার তেমন- আন্দোলিত হোক, চা বাগিচার কলি যেমন- নতুন হাওয়ায় আন্দোলিত হয়।
বাঁচার অধিকার তেমন- আন্দোলিত হোক, চা বাগিচার কলি যেমন- নতুন হাওয়ায় আন্দোলিত হয়।
তার পানের স্টকের কী খবর জানি না, চায়েই আছে নাকি কফির প্রেমে মজেছে তাও জানি না।
সখি, তোরে ছাড়া চায়ের কাপে চুমুক দেব না আর।
দীঘির জলে প্রেম ডুবিয়ে চায়ের মত খাই, আমাদের এই ক্ষুধাতুর শহরে প্রেম বলে কিছু নাই।
প্রিয়তমেষু জান্নাত,পারাবত এক্সপ্রেস এর শোভন চেয়ারে তোমার মুখোমুখী বসে নিম ব্রান্ড এর চা পান করার মাঝেও আছে শরাবান তহুরার স্বাদ।– জয় কল্যাণীয়েষু
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)