Tag: চা

  • অধিকার

    বাঁচার অধিকার তেমন-

    আন্দোলিত হোক,

    চা বাগিচার কলি যেমন-

    নতুন হাওয়ায় আন্দোলিত হয়।

  • তাহার খবর

    তার পানের স্টকের কী খবর জানি না,
    চায়েই আছে নাকি কফির প্রেমে মজেছে তাও জানি না।

  • পণ

    সখি,
    তোরে ছাড়া চায়ের কাপে চুমুক দেব না আর।

  • দীঘির জলে

    দীঘির জলে প্রেম ডুবিয়ে চায়ের মত খাই,
    আমাদের এই ক্ষুধাতুর শহরে প্রেম বলে কিছু নাই।

  • জান্নাত

    প্রিয়তমেষু জান্নাত,
    পারাবত এক্সপ্রেস এর শোভন চেয়ারে তোমার মুখোমুখী বসে নিম ব্রান্ড এর চা পান করার মাঝেও আছে শরাবান তহুরার স্বাদ।
    – জয় কল্যাণীয়েষু