Tag: চতুর্বেদ

  • কাঁটা

    ক্যাকটাসের কাঁটার মতো-
    বিঁধে যাবো হৃদয়ে তোমার,
    একটু এদিক-সেদিক করলেই দেখবে
    বুকের বাঁয়ে ব্যথার পাহাড়।
    
    #ক্যাকটাস #কাঁটা #হৃদয় #পাহাড়
  • ভাঙ্গা কুলা

    সময় শেষে ভাঙ্গা কুলা সবাই ফেলে দেয়,
    কেউ বা তারে বুঝতে পারে,
    বোকা যেসব লোক এ ধরে-
    অবুঝ রয়ে যায়।।
    #কুলা #চতুর্বেদ #দশকিয়া
  • প্রেম

    প্রেম জাঁকিয়ে আসে,
    নীরবে প্রস্থান করে-
    আর রেখে যায় একরাশ
    সর্বনাশ।
    #প্রেম #সর্বনাশ #দশকিয়া #চতুর্বেদ
  • প্রতীক্ষা

    প্রেমিকাদের জন্য প্রেমিকদের-
    এক অফুরন্ত প্রতীক্ষা, হোক-
    সে জীবনানন্দ দাশ, রফিক আজাদ
    বা অখ্যাত জয় কল্যাণ।

    #চতুর্বেদ #দশকিয়া #প্রেমিকা #প্রেমিক #প্রতীক্ষা #জীবনানন্দদাশ #রফিকআজাদ