Tag: চতুর্বেদ

  • মুক্তি

    গুলশানের কর্পোরেট বাজারে বিক্রী হয়ে যাওয়া ছেলে,

    কিংবা দৌলতদিয়ার নিষিদ্ধ বাজারে বিক্রী হয়ে যাওয়া মেয়ে,

    কেউ ফেরে না। একবার পা ফসকে আটকে গেলে জালে,

    কেউ ফেরে না আর, উড়তে পারে না পাখি আর মুক্ত হয়ে।

  • শেকল

    আমার পরিয়ে দেয়া নুপুর সে খুলে রেখেছে,

    সম্ভবতঃ তার কাছে সেটা শেকল মনে হয় বলে।

    অথচ সে জানে না ভালোবাসা-

    নুপুরের চেয়ও কঠিন শেকল।

  • গৃহকুট

    যে আমাকে বোঝেনি কখনো,

    যে আমাকে কোন নাম দেয়নি,

    তার ভালোবাসা তো গৃহে পোষা রাতের বৃক্ষের মতো।

    যে অক্সিজেন দেয়ার বদলে নেয়।।

  • তোমার শহরে এসেছে নতুন পাগল

    চিকা মারার ঔষধ বিক্রেতার বেশে-
    একদিন হানা দিবো তোমার দেশে।
    তোমার শহরের অলিগলি ঘুরে-
    একদিন ঠিকই খুঁজে পাবো তোমারে।

    #শহর #পাগল #চিকা #ঔষধ #বিক্রেতা #দেশ #অলিগলি #চতুর্বেদ #দশকিয়া

  • সুখ

    চল সখি,
    আরেকবার মান করি।
    আরেকবার তোকে ফিরে পাওয়ার,
    সুখে ভাসতে চাই।

    #সুখ #সখি #মান #চতুর্বেদ #দশকিয়া

  • দাওয়াই

    আমার মাথা ব্যথার কারন তুমি
    সখি, তুমিই তাহার দাওয়াই।
    তোমার চোখের আগুনে জ্বলি
    সেই আগুনে দুঃখ পোহাই।
    
    #দশকিয়া #চতুর্বেদ #দাওয়াই #মাথা #ব্যথা #তুমি #সখি #চোখ #আগুন #দুঃখ
  • বেদনা

    হৃদয় খুঁড়ে ভালোবাসা বের করে নিয়ে-
    সেখানে ঢেলে দিলে এক সুদীর্ঘ বেদনার নদী,
    প্রিয়তমেষু আমার, তোমার দেয়া এ বেদনা
    আমি পরম ভালোবাসায় রাখবো মৃত্যুবধী।
    
    #হৃদয় #ভালোবাসা #নদী #প্রিয়তমেষু #বেদনা #মৃত্যু #দশকিয়া #চতুর্বেদ
  • তৃষ্ণা

    তৃষ্ণার্ত আমি তোমাকে-
    এক নিমিষেই গিলে ফেলবো-
    বলে তৃষ্ণার সাগর বানাচ্ছি।
    তুমি যে আমার জমজম এর পবিত্র জল।
    
    #তৃষ্ণা #জল #জমজম #পবিত্র #সাগর #চতুর্বেদ #দশকিয়া
  • ঠোঁট

    ঠোঁট খেতে মন চাইছে, আইসক্রিম কামড়ে খাওয়ার মত করে-
    গোলাপের মত রক্তাক্ত নরম উষ্ণ রমণীয় ঠোঁট,
    যে ঠোঁটে থাকবে একাধারে এ্যাস্প এর বিষাক্ততা-
    ও জমজমের বিশুদ্ধতার মাখামাখি।
    
    #ঠোঁট #চতুর্বেদ #দশকিয়া #আইসক্রিম #গোলাপ #রক্তাক্ত #রমণী #এ্যাম্প #বিষাক্ত #জমজম #বিশুদ্ধ
  • রাজাকার

    সিরাজের খুনি যে?
    রাজাকার সে রাজাকার,
    যমুনার খুনি কে?
    রাজাকার সে রাজাকার।
    
    #যমুনা #রাজাকার #সিরাজশিকদার #চতুর্বেদ #দশকিয়া #খুনি