Tag: ঘোর

  • ভয়

    কাটে না তোমার ঘোর,

    কাটে না প্রতীক্ষার প্রহর,

    কাটে না রাত,

    আসে না ভোর।


    কাটে না হারানোর ভয়,

    যদি তোমাকে হারাতে হয়,

    গোটা পৃথিবী করবো-

    ধুসর মরুময়।