Tag: ঘুম

  • কলিজা

    ণ্যা কত ঘুমাবা আর?
    একলা যে দম বন্ধ হয়ে আসে!
    দিবা-রাতি একাকার হয়ে ওঠে
    তুমি যে নাই পাশে।

    লিখবো বলে মহা কাব্য
    কলম নিয়েছি হাতে,
    কলম তো আর চলে না কণ্যা,
    তোমার ছোঁয়া যে নেই তাতে।

    জানতে যদি কষ্ট কত তোমায়
    ছাড়া একলা বেঁচে থাকা,
    ভাবতে না আর টিকেট কত টাকা!
    সিট আছে নি ফাঁকা।

  • একলা বাঁচা

    ভুল বুঝিও না গো কণ্যা
    ঘুম ভাঙ্গানির দায়,
    এই শীতে কি তোমায় ছেড়ে
    একলা বাঁচা যায়!

  • ভালোবাসা

    লাভ ম্যারেজ বলতে আমরা যা বুঝি আসলে তা ইমোশনাল ম্যারেজ। ভালোবাসার বিয়ে বলে আদতে তেমন কিছু নাই, এই জন্যই দেখবেন তথাকথিত লাভ ম্যারেজে প্রচুর ডিভোর্স হয়।

    দুইজন মানুষ দূরে থেকে ১০০ বছর প্রেম করলেও তাদের ভিতরে ভালোবাসা তৈরী হয় না, আবেগ আর দায়বদ্ধতা তৈরী হয় মাত্র।

    সত্যিকার ভালোবাসা তৈরী হয় বিয়ের পর, লাভ ম্যারেজ ও এরেঞ্জ ম্যারেজ, উভয় সংসারই শুরু হয় ভালোবাসার শুন্য পাত্র দিয়ে।

    যখন দুজন মানুষ পাশাপাশি থাকতে শুরু করে, লুঙ্গি পরা পেট মোটা পুরুষটার ঘর্মাক্ত শরীরের গন্ধ যখন নারী আপন করে নিতে শুরু করে-

    মেকআপ বিহীন, উকুন ভর্তি এলোমেলো চুল, শরীর ভর্তি চুলার ধোঁয়ার গন্ধ, মশলার গন্ধ, পান খেয়ে লাল হওয়া মুখে সুপারি জর্দার গন্ধ একজন পুরুষ আপন করে নিতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    সুচিবায়ুগ্রস্থ একটা মানুষ যখন একই টাওয়াল শেয়ার করতে শুরু করে, ঘুম ভাঙ্গার পর নিজের মুখে দুর্গন্ধ আছে জেনেও অপরজনের দুর্গন্ধ মাখা মুখে যখন ঠোঁট ভিজিয়ে চুমু খেতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    এর আগে আপনি যতই ভালোবাসেন বলে মনে করেন না কেন, আপনি এখনো সত্যিকার ভালোবাসা শুরু করেননি।

    আপনি এখনো জানেন না, আপনি মানুষটাকে সত্যি ভালোবাসতে পারবেন কিনা।

  • রাধে

    রাধে….

    কোথায় তুমি?

    কাহার বুকে-

    ঘুমাও নিরাপদে!

  • প্রার্থনা

    তোমার ঘুম ভাঙবে
    আমার বুকে,
    সখি, এই তো ছিলো
    প্রার্থনায়।
    
    তুমি সখি আমার হবে
    এতোটুকুও মিথ্যে নয়।

    #প্রার্থনা #সখি #ঘুম #বুক #দশকিয়া #ষড়ঋতু

  • কার্বন ডাইঅক্সাইডের ঢেউ

    মিসেস ঘুমায়, আমি জেগে-
    জেগে পাহারা দেই।
    তার কপালে চুমু খাই,
    ঠোঁটে দেই কার্বন ডাইঅক্সাইডের ঢেউ।
    
    শিট! কী করছি আমি!
    হে পৃথিবীবাসী তোমরা যেন
    দেখো নি কিছু কেউ।
    
    #মিসেস #ঘুম #পাহারা #কপাল #চুমু #ঠোঁট #কার্বনডাইঅক্সাইড #ঢেউ #পৃথিবী #দশকিয়া #সপ্তর্ষী
  • সোনালী ডানার চিল

    কাল ঘুম থেকে উঠবো খুব তাড়াতাড়ি……
    কথা দিয়েছে সে কাল ভোরে আসবে আমার বাড়ী…..

  • আচরণ

    মাঝরাতে ঘুম ভেঙ্গে যাওয়ার পর ঘুমও তোমার মত আচরণ করে, কিছুতেই ফিরে আসে না।
  • ধ্যাত্তেরি!

    ধ্যাত্তেরি!
    লাগছে না ভাল কিছুই,
    কি যে করি!

    সকাল হয় না, সন্ধ্যা হয় না,
    হয় না রাত-দিন।
    কেউ করে না শোধ,
    কেউ করে না ঋণ।।

    কারো চোখে ঘুম নেই,
    স্বপ্ন দেখে না কেউ।
    রাধা যায় না জলে তাই,
    যমুনায় নেই ঢেউ।।

    আকাশ হয় না চুরি,
    মেঘ দেয় না উঁকি।
    সূর্য্য গেছে চাঁদের বাড়ি,
    চাঁদ দিয়েছে ফাঁকি!!

    কাদের সাথে আমার পিরিত,
    ঝগড়া কাদের সাথে!
    তাদের কেউ কাছে নাই,
    সবাই আপন পথে।।

    সব কিছুই ওলট-পালট,
    সবখানেই গন্ডগোল।
    কাব্য করা মহা পাপ;
    তাই, অন্য কোন গল্প বল।।

    গোলাপগুলো ফুটছে না আর,
    হেমন্তও আসে না।
    শিউলী ফুল রাতের আঁধার,
    এখন ভালবাসে না।।