Tag: ঘাটতি

  • তুমি আমার শাক, তুমি সবজি

    আমি এক গরীব প্রেমিক রোকসানা,

    যার পুষ্টি ঘাটতি পূরণের এক মাত্র উপায়

    ছিলো কাটাখালির মাটিতে বেড়ে ওঠা

    তাজা শাক-সবজি।

    যেদিন থেকে ডাক্তারেরা ধনীদের প্রেসক্রিপশনে

    বেশি বেশি শাক-সবজি খাওয়ার পরামর্শ দিতে লাগলো!

    সেদিন থেকেই আমার তোমাকে হারাবার ভয়।