Tag: ঘর

  • এক্কাদোক্কা-জীবন

    জীবন হচ্ছে এক্কাদোক্কা খেলার মতো,

    শেষ ঘরে না পৌঁছানো অবধি-

    সকল অর্জনই অনিশ্চিত।

  • সিঁদুরে মেঘ

    প্রিয়তমেষু মেঘলা,

    ঘর পোড়া গরু কি সত্যি সিঁদুরে মেঘ দেখে চিনতে পারে?

    – ইতি জয় কল্যাণীয়েষু

    #প্রিয়তমেষু #মেঘলা #ঘর #গরু #সিঁদুর #মেঘ #একলাইনেরচিঠি

  • কে তুমি?

    তোমাকে দেবী ভেবে পুজো দিতে গিয়ে দেখি

    তুমি মানবী,

    তোমাকে মানবী ভেবে ঘর বাঁধতে গিয়ে দেখি

    তুমি ছবি,

    তোমাকে ছবি ভেবে দেয়ালে টাঙ্গাতে গিয়ে দেখি

    তুমি কেবলই আমার মনের কল্পনা।

  • আঁতুর ঘর

    ইনবক্স নোটিফিকেশনে লাল রঙ্গে ১ লেখা দেখে ক্লিক করলো মালিহা, চাঁদ রাতে যেন পূর্ণিমার আলো ছড়ালো তার মনে।
    জয় সুন্দর একটা স্টিকার পাঠিয়েছে, তাতে লেখা “আই লাভ ইউ”…

    খুশিতে আত্মহারা হয়ে কতক্ষন লাফালাফির পর নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে রিপ্লাই দিল-
    ” কী বলছো এসব! আমি কল্পনায়ও ভাবি নি।”

    জয়ের ধারনা ছিল মালিহা রিজেক্ট করবে, আরও খারাপ কিছু বলবে ভেবে রেখেছিল। তাই পূর্ব পরিকল্পিত “ঈদ মোবারক” লেখা স্টিকারটি পাঠিয়ে বলল ” স্যরি, ভুলে আগের স্টিকারটা চলে গেছে।”

    আঁতুর ঘরেই মৃত্যু হলো একটি মধুর প্রেম কাহিনীর।