ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

স্বপ্ন

তুমি যখন গার্দার পাহাড় চুড়ায় দাঁড়িয়ে লেকের জলে স্বপ্ন দেখো, আমি তখন বুকের ব্যথায় তোমার হাতটাই হাতড়ে বেড়াই।

খবর নিও

সুরমা ফাড়োর কইন্যা তুমি গার্দার ফাড়ো থাখো, আমি মইরলাম জল পিয়াসায় তার নি খবর রাখো।