Tag: গরু

  • সিঁদুরে মেঘ

    প্রিয়তমেষু মেঘলা,

    ঘর পোড়া গরু কি সত্যি সিঁদুরে মেঘ দেখে চিনতে পারে?

    – ইতি জয় কল্যাণীয়েষু

    #প্রিয়তমেষু #মেঘলা #ঘর #গরু #সিঁদুর #মেঘ #একলাইনেরচিঠি

  • আজ তোমার মন খারাপ মেয়ে

    তোমার মাথা ব্যথায় নাপা হবো
    গ্যাস্ট্রিকে হবো আদা,
    তোমার মন খারাপে ভাঁড় হবো
    গন্ডার-গরু-গাধা।

    তুমি হাসলে বাগান হয় যে
    ফুলে ফুলে ভরপুর,
    তোমার মন খারাপে অন্ধকারে
    ছায়; যদিও দিন দুপুর।

    #মেয়ে #মন #খারাপ #ব্যথা #নাপা #গ্যাস্ট্রিক #আদা #ভাঁড় #গন্ডার #গরু #গাধা #হাসি #বাগান #ফুল #অন্ধকার #দিন #দুপুর

  • জাত-জালিয়াত

    জাতে উঠতে ধর্ম ছাইড়া হইলাম মুনাফেক,
    ওঠার পরে শুনি লালন কয়-
    জাত-পাত সব ফেক!

    নজরুল নামের এক হারামজাদা
    আমারে কয় বজ্জাত!
    একবার হাতের কাছে পাই শালারে,
    ঘুসিয়ে ফেলবো সব দাঁত।

    জাতের কবি জীবন বাবু,
    শুধালাম তারে দাদা –
    জাতের কোনও মন্ত্র দাও না!
    সে’ও দেখি উল্টো পথে-
    আমারে কয় জাত! সে আবার কী রে গাধা!

    এখন মান-সম্মান বাঁচাতে পারেন –
    কেবলই কবি গুরু,
    গুরুও বলেন- জাতে উঠতে চাস! কেমন মগজ রে তোর!
    মানুষ নাকি গরু?

    উপয়ান্তর না পেয়ে রওয়ানা দিলাম-
    কপোতাক্ষের পাড়ে,
    এখন আমাকে একমাত্র মধু বাবুই
    সঠিক দিশা দিতে পারে।

    পাশে বসাইয়া বাবু মাথায় রাখিয়া হাত,
    কহিলেন- বাপু, ভুলিয়া যাও সব মিথ্যা জাত-পাত।

    মেথর কি কুলি, হও না নাপিত-ধোপা,
    তাতে কিছু যায় আসে না রে বোকা।

    আপনারে তুমি ছুঁয়েই দেখো না-
    আপন হাত দিয়া,
    নাম কী তোমার জিজ্ঞেস করে দেখো,
    তোমার নামই উত্তর দিবে হিয়া।