ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

ভাত ও তুমি

তোমার মতো ভাত, অথবা – ভাতের মতো তুমি। কাছে পেলে যতটা না ক্ষুধা, দূরে গেলে বহুগুণ।

দীঘির জলে

দীঘির জলে প্রেম ডুবিয়ে চায়ের মত খাই, আমাদের এই ক্ষুধাতুর শহরে প্রেম বলে কিছু নাই।