Tag: ক্লিওপেট্রা

  • ক্লিওপেট্রা

    মাথায় প্রমান সাইজের টাক,
    চুলে ধরেছে পাক।
    হাতে উঠি উঠি করে ছড়ি।

    তখনো আমি বারবার-
    তোমার প্রেমে পড়ি।
  • প্রতারণা

    সখি, প্রতারণার মামলায় কোন প্রেমিকা গ্রেফতার-

    হয় নি বলে ভেবো না সব প্রেমিকাই ধোয়া তুলশী পাতা।


    প্রতারণার মামলায় যদি ফাঁসি হয় তবে-

    ক্লিওপেট্রার মরণোত্তর ফাঁসি দিয়েই শুরু হবে।