Tag: কুকুর

  • এই কি সুখ?

    তার নিঃশ্বাস এর মৃদু শব্দও ও খোদা এতো মধুর কেন লাগে?
    তার চলে যাওয়া পথে হেঁটে যাওয়া হ্যাংলা কালো কুকুরটাকেও দেখে শ্রদ্ধা কেন জাগে?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

    যে বাচ্চা মেয়েটির থেকে সে গোলাপ কেনে,
    যে দোকান থেকে সে রোজ বাজার করে,
    যে কসাইর থেকে সে মাংস কেনে,
    তাদেরকে আমাার কেন এতো হিংসে হয়?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

    যে শহরে সে বসবাস করে,
    যে ব্যায়ামাগারে সে রোজ শরীরচর্চা করে,
    যে রূপচর্চা কেন্দ্রে সে চুল গোছাতে যায়,
    যে সৈকতে সে হাঁটতে ভালোবাসে,
    ও সবই আমার কেন আপন মনে হয়?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

  • ডিসি হিল

    তোমার চোখের প্রথম জলের স্বাক্ষী ডিসি হিল ,
    আমার প্রেমের প্রথম সত্যের স্বাক্ষী ডিসি হিল।

    ডিসি হিল স্বাক্ষী আমাদের বিরহের,
    আমাদের ছিন্নিভিন্ন হয়ে যাওয়া সংসারের।

    বেদেনি মেয়ের কাছে বোকা বনে যাওয়ার স্বাক্ষী ডিসি হিল,
    তেড়ে আসা কুকুরের দাবড়ানির স্বাক্ষী ডিসি হিল।

    ডিসি হিল স্বাক্ষী আমাদের ওজন বেড়ে যাওয়ার,
    অভিমান ভেঙ্গে বুকের ভিতর মিশে যাওয়ার।

  • বেওয়ারিশ

    ৩০২০ সাল, পুরো পৃথিবী এখন রোবটের হাতে, ঢাকা নামক শহরের আনাচে কানাচে রোবটের পাশাপাশি বাস করে কিছু বেওয়ারিশ মানুষ।

    তাদের অত্যাচারে একদল রোবট ‘রোবট বন্ধন’ করেছে “বেওয়ারিশ মানুষ হতে পরিত্রাণ চাই”।

    মেয়র সাহেব তখন সিদ্ধান্ত নিলেন ‘বেওয়ারিশ মানুষগুলোকে মেরে পুতে ফেলা হবে’, যদিও ৩০১৯ সালের আইনানুসারে তা দণ্ডনীয় অপরাধ।

    ঢাকা শহরে বেওয়ারিশ কুকুর নিধনের প্রতিবাদে লেখা একটি ফিকশন।