Tag: কাব্য

  • কলিজা

    ণ্যা কত ঘুমাবা আর?
    একলা যে দম বন্ধ হয়ে আসে!
    দিবা-রাতি একাকার হয়ে ওঠে
    তুমি যে নাই পাশে।

    লিখবো বলে মহা কাব্য
    কলম নিয়েছি হাতে,
    কলম তো আর চলে না কণ্যা,
    তোমার ছোঁয়া যে নেই তাতে।

    জানতে যদি কষ্ট কত তোমায়
    ছাড়া একলা বেঁচে থাকা,
    ভাবতে না আর টিকেট কত টাকা!
    সিট আছে নি ফাঁকা।

  • প্রিয়তমেষু মণি

    তোমাকে নিয়ে আমার কোন কাব্য-

    নেই বলে যে গুরুতর অভিযোগ ছিলো আমার নামে,

    আজ তার হলো অবসান।

    #অভিযোগ #মণি #প্রিয়তমেষু #ত্রিনেত্র #দশকিয়া

  • চাহিদা

    সখির চাই শাড়ী-চুড়ি, চুলের খোঁপা,
    কবির চাই কাব্য লেখার বিরহ।
    
    #চাহিদা #শাড়ী #চুড়ি #চুল #খোঁপা #কবি #কবিতা #কাব্য #বিরহ #লেখা
  • তুমিই

    তোমার চোখেই আশ্রয় সখি,
    তোমার চোখেই সর্বনাশ।
    তুমিই আমার কাব্য সখি,
    তুমিই ছাইপাশ।
  • ভান

    এভাবেই তুমি না বোঝার ভান করো,
    আমিও ভান করি।

    যেন তুমি বুঝতে পেরেছো তা আমি বুঝি নি,
    এভাবেই দূরের তুমি, দূরেই র’য়ে যাও।

    আমি দূর থেকে চেয়ে থাকি,
    আর এভাবেই-
    চাঁদের মত তোমায় নিয়ে কাব্য লিখি।

  • কাব্য

    কাব্যগুলো সব তোর কাছে জমা দেই,
    তুই আমাকে একটি আকাশ দেখিয়ে দে
    যে আকাশে কোন মেঘ নেই,
    অথবা ব্যকটেরিয়া হীন একটি চুম্বন।

  • কাব্য

    আমি শব্দ ভেঙ্গে কাব্য করি আর তুমি বলো ঢং!

  • শব্দ

    আমি শব্দ ভেঙ্গে কাব্য করি আর তুমি বলো ঢং!

  • কাব্য

    মন খারাপের কাব্য তো সব তোমার নামেই লেখা।