পাইলে চিঠি উত্তর দিও
এমন ভাবে উত্তর দিও
সুখের কান্না হয়।
সময় পাইলে দেখা দিও
এমন সময় দেখা দিও
বুকে মাথা রাখা যায়।
খবর পাইলে বাড়ি আসিও
এমন সময় বাড়ি আসিও
শেষ দেখাটা হয়।
পাইলে চিঠি উত্তর দিও
এমন ভাবে উত্তর দিও
সুখের কান্না হয়।
সময় পাইলে দেখা দিও
এমন সময় দেখা দিও
বুকে মাথা রাখা যায়।
খবর পাইলে বাড়ি আসিও
এমন সময় বাড়ি আসিও
শেষ দেখাটা হয়।
মন খারাপ হলে সবাই কাঁদে না,
কেউ কেউ চিৎকার, চেচামেচি করে।
তুমি হাসলে আমার পৃথিবী হয়ে ওঠে আটলান্টিকের মতো উত্তাল,
আর তুমি কাঁদলে আমার পৃথিবী আটলান্টিসের মতো হারিয়ে যায় গভীর জলে।
#তুমি #হাসি #পৃথিবী #আটলান্টিক #উত্তাল #কান্না #আটলান্টিস #জল #সমুদ্র
একুশ মানে-
প্রথম নিঃশ্বাস,
প্রথম কান্না।