Tag: কষ্ট

  • কলিজা

    ণ্যা কত ঘুমাবা আর?
    একলা যে দম বন্ধ হয়ে আসে!
    দিবা-রাতি একাকার হয়ে ওঠে
    তুমি যে নাই পাশে।

    লিখবো বলে মহা কাব্য
    কলম নিয়েছি হাতে,
    কলম তো আর চলে না কণ্যা,
    তোমার ছোঁয়া যে নেই তাতে।

    জানতে যদি কষ্ট কত তোমায়
    ছাড়া একলা বেঁচে থাকা,
    ভাবতে না আর টিকেট কত টাকা!
    সিট আছে নি ফাঁকা।

  • sudo rm -rf /তুমি

    মস্তিষ্কের যে ফোল্ডারটাতে তুমি আছো,

    sudo rm -rf কমান্ড মেরে দেব একদিন ঠিক।

    পাগল রাগ করে চলে যাবে, খুঁজেও পাবে না,

    পাগল কষ্ট চেপে চলে যাবে ফিরেও আসবে না।

  • সেফুদা

    সেফুদা মদ খায় আর আমরা খাই
    বাম্পার ফলিত লিচু, পেয়ারা, আম কিংবা জাম
    সেফুদার মনে বেজায় কষ্ট
    বিপরীতে আমরা জানি না কষ্ট কাহার নাম!


    আমাদের তো বিটিভি আছে, আরো আছে একাত্তর কিংবা
    এবিসি রেডিও ভাই
    সেফুদার খালি ইউটিউব আর ফেসবুক আছে
    আর কোন বালই নাই।


    সেফুদা যে দেশে ভিক্ষা করে
    ভাতের অভাবে মদ খেয়ে টাল-মাতাল
    সে দেশ কি ভাই আমাদের মত!
    আমাদের দেশ তো প্রথম ডিজিটাল


    সেফুদা তুমি মদ খেয়ো না, মানুষ হয়ো না
    আগে বাঙ্গালী হও
    দীক্ষা যদি লাগে তবে একবার পূণ্যভূমি সিলেট ভ্রমণে যাও


    সেখানে ৩৬১ আউলিয়া আছেন; বাবা শাহ জালাল-শাহ পরাণ
    আর আছেন শাহ ইকবাল
    তাহার কাছে দীক্ষা নিয়া হও খাঁটি বাঙ্গালী মাল।

  • ফেরিওয়ালা

    ভাবছি একটা দোকান দেবো…
    আরে নাহ, হেলাল হাফিজের মত কষ্ট বিক্রী করতে কষ্ট কোথায় পাবো?
    আমি কবিতার ভাঙ্গারী দোকান দেবো…

    ঝুড়িসহ তোমার দরজায় দাঁড়িয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করবো-
    “আছে ভাঙ্গাচুড়া মন, পুরোনো কষ্ট, থেতলানো হৃদয়….?”

    প্রথমে ভিতর থেকে হেঁকে উঠলেও বারবার একই শব্দে বিরক্ত হয়ে দরজা খুলে
    তুমি তোমার পুরোনো কষ্টগুলো ছুঁড়ে দেবে আমার ভাঙ্গারীর ঝুড়িতে…

    বিনিময়ে আমি তোমাকে দেবো নতুন একটা কবিতা…
    তোমার দেয়া কষ্টের বিপরীতে কবিতাখানি কম মূল্যবান…
    এই অভিযোগে তুমি বলবে-
    “না থাক, বিক্রী করবো না।”

    আমিও তল্পিতল্পা গোছানোর সময় বলবো-
    “ঠিক আছে আরও দুটো লাইন দিচ্ছি”

    তুমি বলবে-
    “দুই লাইন না, যদি ছয় লাইন হয় তবে চলে”
    আমি আশাহত হয়ে গোছানো শেষ করে যখন ফিরবো
    তখন আবার বলবো-
    “তোমারও কথা থাক, আমারটাও…
    দুই লাইন আর ছয় লাইনের মাঝামাঝি চার লাইন দিচ্ছি”

    তুমি বিক্রী করতে রাজী হলে, আমি খুশি মনে ফিরে আসার সময় পিছন ফিরে তাকিয়ে দেখবো
    তোমার চোখে এখনো লোকসানের কষ্ট…

  • কষ্ট তুমি

    আমি তো ফেলেই এসেছিলাম সে রথ,
    একাই চলবো বলে বেছেছিলাম নির্জন এ পথ।
    তুমি কেন ডেকে নিলে,
    সঙ্গী হলে?

    বিশ্রামের অযুহাতে একা রাখো,
    এ যে কেমন কষ্ট তুমি জানো না তো!