ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

কলিজা

কণ্যা কত ঘুমাবা আর?একলা যে দম বন্ধ হয়ে আসে!দিবা-রাতি একাকার হয়ে ওঠেতুমি যে নাই পাশে। লিখবো বলে মহা কাব্যকলম নিয়েছি হাতে,কলম তো আর চলে না

কলিজা

আমার কলিজা ধরিয়া টান মারো বন্ধু যখন-তখন,জানো কি না ছিড়িলে কলিজা আমার হবে যে মরণ।

তপস্যা

এক জনমের তপস্যা আমার- কলিজার এই হাসি ছোঁয়ার।

তা’ও

দূর হোক কলিজা তোমার মনের যত দুঃখ- যদি তাতে আমার মনের দুঃখ বাড়ে, তা’ও।

কলিজা

প্রিয়তমেষু কলিজা, পৃথিবীর সব সংবাদ মাধ্যমে এক যোগে প্রচারিত হবে আজ আমাদের মন খারাপ।– ইতি জয় কল্যাণীয়েষু #কলিজা #একলাইনেরচিঠি #সংবাদ #মন #খারাপ #পৃথিবী