এই মন খারাপের রাতে
আজ আর কোন কবিতা নয়।
এই মন খারাপের রাতে
আজ আর কোন কবিতা নয়।
আমারে জিগাইলো-
আর কবিতা লেখি না ক্যান?
কইলাম তোমার চউক্কের-
দিকে চাইলেই খালি কবিতা দেখি,
তোমার চউক্কের চাইতে তো ভালো কবিতা
আমি লিখবার পারি না।
সখির চাই শাড়ী-চুড়ি, চুলের খোঁপা, কবির চাই কাব্য লেখার বিরহ। #চাহিদা #শাড়ী #চুড়ি #চুল #খোঁপা #কবি #কবিতা #কাব্য #বিরহ #লেখা
আমি যেন দুর্বোধ্য
কোন পৌরাণিক ভাষায়
লেখা পাথুরে কবিতা,
সখি, তুমি ছাড়া আর
কেউ তার পাঠোদ্ধার
করতে পারবে না।
#দুর্বোধ্য #পৌরাণিক #পাথর #কবিতা #সখি #পাঠ
এভাবেই তুমি না বোঝার ভান করো,
আমিও ভান করি।
যেন তুমি বুঝতে পেরেছো তা আমি বুঝি নি,
এভাবেই দূরের তুমি, দূরেই র’য়ে যাও।
আমি দূর থেকে চেয়ে থাকি,
আর এভাবেই-
চাঁদের মত তোমায় নিয়ে কাব্য লিখি।
ভাবছি আমিও একটা কবিতা লিখবো তোমাকে নিয়ে…
সাদামাটা কথায় কবিতা হয় না…
আর দুর্বোধ্য কবিতা শিহরণ জাগাতে পারে না…
তাই সহজ ভাষায় বলি-
গাহি সাম্যের গান…
অধর্ম কবে এনেছে শান্তি…?
এক করেছে হিন্দু-মুসলমান…?
চিনবে সে কেমনে শান্তির পথ…
যে শোনে নি বেদবাণী…
পড়ে নি যে পাক কোরআন…
ভাবছি একটা দোকান দেবো…
আরে নাহ, হেলাল হাফিজের মত কষ্ট বিক্রী করতে কষ্ট কোথায় পাবো?
আমি কবিতার ভাঙ্গারী দোকান দেবো…
ঝুড়িসহ তোমার দরজায় দাঁড়িয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করবো-
“আছে ভাঙ্গাচুড়া মন, পুরোনো কষ্ট, থেতলানো হৃদয়….?”
প্রথমে ভিতর থেকে হেঁকে উঠলেও বারবার একই শব্দে বিরক্ত হয়ে দরজা খুলে
তুমি তোমার পুরোনো কষ্টগুলো ছুঁড়ে দেবে আমার ভাঙ্গারীর ঝুড়িতে…
বিনিময়ে আমি তোমাকে দেবো নতুন একটা কবিতা…
তোমার দেয়া কষ্টের বিপরীতে কবিতাখানি কম মূল্যবান…
এই অভিযোগে তুমি বলবে-
“না থাক, বিক্রী করবো না।”
আমিও তল্পিতল্পা গোছানোর সময় বলবো-
“ঠিক আছে আরও দুটো লাইন দিচ্ছি”
তুমি বলবে-
“দুই লাইন না, যদি ছয় লাইন হয় তবে চলে”
আমি আশাহত হয়ে গোছানো শেষ করে যখন ফিরবো
তখন আবার বলবো-
“তোমারও কথা থাক, আমারটাও…
দুই লাইন আর ছয় লাইনের মাঝামাঝি চার লাইন দিচ্ছি”
তুমি বিক্রী করতে রাজী হলে, আমি খুশি মনে ফিরে আসার সময় পিছন ফিরে তাকিয়ে দেখবো
তোমার চোখে এখনো লোকসানের কষ্ট…
একজন কবি চলে গেলে বা একটা তারা ঝরে গেলে আমাদের কিছু যায় আসে না, কবিতা বা তারকা খাওয়া যায় না।
রাজনীতি খাওয়া দেয়, তাই আমরা সবাই রাজনীতিবিদ, ভ্যান-রিক্সাওয়ালা, বিশাল সাগর থেকে শুরু করে ছোট এতিম শিশুও আমাদের রাজনৈতিক হাতিয়ার।