Tag: কচুরিপানা

  • বাংলা

    কচুরিপানা, শাপলা-শালুক,
    তার মাঝে ভেসে ওঠে বাংলার মুখ।

    #বাংলা #কচুরিপানা #শাপলা #শালুক

  • জাতিস্মর

    মনে পড়ে তোমার?
    তুমি ছিলে কচুরিপানার ফুল আর
    আমি ছিলাম ডাহুক ছানা।
    এক কিশোরী তোমায় ছিঁড়তে এলে আমি বাঁধা দিলাম।
    কে যেন এক বিশাল পাথর ছুঁড়ে মারলো।
    আমি তোমার কোলে ঢলে পড়লাম।

    তারপর কী হয়েছিল জানি না,
    শুধু দেখেছিলাম তোমার সজল চোখ।

    সেই কিশোর ঐ কিশোরীকে ভালবাসতো তাই না?