Tag: ওড়া

  • তোমার প্রেমে

    তোমার প্রেমে হাবুডুবু,
    তোমার প্রেমে ওড়া।
    তোমার প্রেমে ভেঙ্গেচুড়ে
    আবার নিজেকে গড়া।
    
    তোমার প্রেমে সকাল-দুপুর
    তোমার প্রেমে রাত,
    তোমার প্রেমে উপোষ থাকা-
    থালা ভর্তি ভাত।
    
    তোমার প্রেমে হিজিবিজি
    তোমার প্রেমে অংক
    তোমার প্রেমেই ফকফকা সব
    তোমার প্রেমেই অন্ধ।
    
    #প্রেম #হাবুডুবু #ওড়া #গড়া #সকাল #দুপুর #রাত #উপোষ #থালা #ভাত #হিজিবিজি #অংক #অন্ধ
  • সমর্থক

    হেরে যাওয়া দেশটার সমর্থক আমি,

    হেরে যাওয়া প্রেমিক আমার ভাই।

    তুমি যত বড় খেলুড়ে হও প্রেমিকা-

    তোমার আকাশেও উড়বে দেখো বিরহ পোড়া ছাই।

    #চতুর্বেদ#দেশ#প্রেমিক#প্রেমিকা#আকাশ#দশকিয়া