Tag: উপেক্ষা

  • প্রতীক্ষা

    রফিক আজাদের মতো তোমার প্রতীক্ষায়-

    পায়ে শিকড় না গজানো অবধি আমি ঠাঁয় দাড়িয়ে থাকবো।

    তুমি আমাকে উপেক্ষা করতে পারলেও, আমার-

    প্রতীক্ষাকে উপেক্ষার শক্তি স্রষ্টা তোমাকে দেবেন না।

  • উপেক্ষা

    ছোটবেলার উপেক্ষিত শাক, ছোট মাছ আর সিনেমার মাঝখানে চলে আসা লম্বা বিরক্তিকর বিজ্ঞাপনের মতো আমাকেও তোমার একদিন খুব প্রিয় মনে হবে।

    কিন্তু ততদিনে তোমার শরীর অতিরিক্ত চর্বির ভাড়ে নুয়ে পড়বে, চোখের জ্যোতি কমে আসবে, সিনেমা কিংবা বিজ্ঞাপন দেখার সময় হারিয়ে যাবে।

    সেই সাথে ভুলে যাবে আমার ইমেইল এড্রেস।