Tag: উত্তর

  • দেখা যেন হয়

    পাইলে চিঠি উত্তর দিও
    এমন ভাবে উত্তর দিও
    সুখের কান্না হয়।

    সময় পাইলে দেখা দিও
    এমন সময় দেখা দিও
    বুকে মাথা রাখা যায়।

    খবর পাইলে বাড়ি আসিও
    এমন সময় বাড়ি আসিও
    শেষ দেখাটা হয়।

  • উত্তর-দক্ষিন

    সখি, তোমার বাড়ীর উত্তরের রাস্তায় প্রেম ছিটাইলাম
    আর তুমি কিনা প্রেম খুঁজে যাও দক্ষিনের সমুদ্রে!


    #সখি #প্রেম #উত্তর #দক্ষিন #সমুদ্র #রাস্তা