পদ ছেড়ে দাও
আবার বসন্ত আসার আগে- প্যালেস্টাইন স্বাধীন হওয়ার আগে- কিংবা পৃথিবীর শেষ যুদ্ধটা শেষ হওয়ার আগে- যেন কোন কবির মৃত্যু না হয়, যেন কোন শিশুর মৃত্যু
আবার বসন্ত আসার আগে- প্যালেস্টাইন স্বাধীন হওয়ার আগে- কিংবা পৃথিবীর শেষ যুদ্ধটা শেষ হওয়ার আগে- যেন কোন কবির মৃত্যু না হয়, যেন কোন শিশুর মৃত্যু
পাগলামী ও ভন্ডামির মোহনা আমি,আমিই ঈশ্বর ও শয়তানের মিলনস্থল।গন্ধম ভক্ষণকালে আমিই সেই স্বাক্ষী,আমিই মানব সভ্যতার স্বর্গচ্যুতির কারন। আমিই সাধু, আমিই চোর।আমিই আর্য্য আবার আমিই অসুর।
আহত ঈশ্বর ডেকে বলেন-ওরে, আমি মন্দিরেও ছিলাম মসজিদেও…একদল বলল- আপনি আমাদের দলে,অপর দলও বলল- আপনি আমাদের দলে। অদূরে একটা শিশু দাঁড়িয়ে ছিল, ঈশ্বর তাকে কাছে
আপনারা ঘটনাটা কী রকম শুনেছেন জানি না, তবে আসল ঘটনাটা আজ বলছি। আমি যখন স্বর্গ ভ্রমন করছিলাম, এমন সময় গেব্রিয়েল এসে বললো- ঈশ্বর আপনাকে তলব
গালিব যখন স্বর্গে যেতে অস্বীকার করলেন, ঈশ্বর রাগে একজন অপ্সরীকে বললেন এটাকে নরকে ফেলে রেখে আসো।
গালিব পরক্ষনেই খুবই শীতল একটা জায়গায় নিজেকে আবিষ্কার করলেন, নিজের বস্ত্র বলতে একখানা নেংটি। তবুও মান-সম্মান রইলো, তিনি তো ভেবেছিলেন নরকে সবাই উলঙ্গই থাকবে।
মানুষ হতে চাই নি কখনো,তবু ঈশ্বর ও রমণীর ষড়যন্ত্রে এ মনুষ্য জনম।তোদের এ মনুষ্য শহরে আমি বড়ই বেমানান,তাই ঈশ্বরের আদালতে বিচার চাই-ঈশ্বর ও রমণীর।অথবা পুনঃ
রাজনীতি তুমি মহান,তুমি অবিনশ্বর।তোমার কাছে হয়তো কোনদিন,হারবেন সয়ং ঈশ্বর।
মানুষের অভিযোগ বরাবরই মানুষের বিরুদ্ধে ছিল, তার পরের অবস্থানেই ঈশ্বর।
রবি | সোম | ম | বুধ | বৃহ. | শু. | শনি |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)