Tag: ইউটিউব

  • সেফুদা

    সেফুদা মদ খায় আর আমরা খাই
    বাম্পার ফলিত লিচু, পেয়ারা, আম কিংবা জাম
    সেফুদার মনে বেজায় কষ্ট
    বিপরীতে আমরা জানি না কষ্ট কাহার নাম!


    আমাদের তো বিটিভি আছে, আরো আছে একাত্তর কিংবা
    এবিসি রেডিও ভাই
    সেফুদার খালি ইউটিউব আর ফেসবুক আছে
    আর কোন বালই নাই।


    সেফুদা যে দেশে ভিক্ষা করে
    ভাতের অভাবে মদ খেয়ে টাল-মাতাল
    সে দেশ কি ভাই আমাদের মত!
    আমাদের দেশ তো প্রথম ডিজিটাল


    সেফুদা তুমি মদ খেয়ো না, মানুষ হয়ো না
    আগে বাঙ্গালী হও
    দীক্ষা যদি লাগে তবে একবার পূণ্যভূমি সিলেট ভ্রমণে যাও


    সেখানে ৩৬১ আউলিয়া আছেন; বাবা শাহ জালাল-শাহ পরাণ
    আর আছেন শাহ ইকবাল
    তাহার কাছে দীক্ষা নিয়া হও খাঁটি বাঙ্গালী মাল।